পাবনায় পালিত হচ্ছে মহানায়িকার প্রয়াণ দিবস
পাবনা প্রতিনিধি : হাজারো ভক্তদের শ্রদ্ধা ও ভালোবাসায় নানা আয়োজনে মধ্য দিয়ে পাবনায় পালিত হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের চতুর্থ প্রয়াণ দিবস।
বুধবার (১৭ জানুয়ারি) সকালে মহানায়িকার হেমসাগর লেনের পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে সুচিত্রা সেন চলচ্চিত্র সংসদ। পরে শহরের গোপালপুরে নিজ কার্যালয়ে স্মরণসভার আয়োজন করে তারা।
সুচিত্রা সেন চলচ্চিত্র সংসদের সভাপতি কমরেড জাকির হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই এক মিনিট নিরবতা পালন করে।
সভায় বক্তব্য রাখেন- রিপোর্টাস ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন, লালন পরিষদের সভাপতি রেজাউল করিম মনি, কবি গোলাম রব্বানি, সাংবাদিক কাজী বাবলা, হুমায়ন কবির তপু, টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সাংস্কৃতি কর্মী রিজভি জয়, নাট্যকর্মী মুস্তাফিজুর রহমান, পরিষদ সদস্য সিরাজুল ইসলাম, সাংবাদিক পার্থ হাসানসহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলন ও আইনি লড়াইয়ে সুচিত্রা সেনের পাবনার বাড়ি জামায়াতের দখলমুক্ত করা হলেও সংরক্ষণের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সীমিত পরিসরের সংগ্রহশালায় কেবল কিছু ছবি আর ফেস্টুন ছাড়া তেমন কিছু না থাকায় হতাশ হচ্ছেন দর্শনার্থীরা।
সুচিত্রা সেনের প্রয়াণ দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে নাট্য সংগঠন পাবনা ড্রামা সার্কেল, একুশে বইমেলা পরিষদ, লালন স্মৃতি পরিষদ, মহীয়সী পাঠ চক্রসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনায় জন্ম নেন মহানায়িকা সুচিত্রা সেন। ১৯৪৭ সালে দেশভাগের সময় স্বপরিবারে চলে যান ভারতে। ২০১৪ সালের ১৭ জানুয়ারি কলকাতার বেলভিউ হাসপাতালে মারা যান তিনি।