মুনসুর রহমান আকাশ শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধিঃ আজ শুক্রবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ কৃষ্ণপুর মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে ৬ষ্ঠ তম বিরাট তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্টিত হয়। সভাপতিত্ব করেন মাওঃ মোঃ রফিকুল ইসলাম, খতিব দক্ষিণ কৃষ্ণপুর জামে মসজিদ।
উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং রায়নগর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ শফিকুল ইসলাম শফি। এ সময় তিনি বলেন মহানবী (সাঃ) বিদায় হজ্বে যে ভাষণ দিয়েছেন সেই মোতাবেক তার দেখানো পথে আমাদের প্রত্যেক মুসলমানদের চলা উচিত। পবিত্র কোরআন ও হাদিস এই দুইটির আলোকেই মুসলমানদের জীবন গড়তে হবে।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছেরে কোরআন হাফেজ মাওঃ মোঃ মুফতী মীর মোয়াজ্জেম হোসেন সাইফি, খতিব, বীরভুম বায়তুন নূর জামে মসজিদ, কোলকাতা, ভারত। ২য় বক্তা হিসেবে তাফসির পেশ করেন বলিষ্ঠ কণ্ঠস্বর যুগপোযুগী আলোচক হযরত মাওঃ মোঃ নাজমুল হাসান আনছারী খতিব, বায়তুস সালাত কেন্দ্রীয় জামে মসজিদ, শাজাহানপুর, বগুড়া।
উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আঃ ওহাব বাদল, সদস্য ১২ নং রায়নগর ইউপি। জনাব মোঃ আমিনুর মাস্টার, সহকারী শিক্ষক কলুমগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। জনাব মোঃ সাইফুল ইসলাম, সাবেক সদস্য ১২ নং রায়নগর ইউপি। জনাব মোঃ ওয়াহেদুল ইসলাম হাম্মাদ, সাবেক সদস্য ১২ নং রায়নগর ইউপি।