প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে জনগণ আমাকে ভোট দেবে : আতিকুল ইসলাম
ডনিজস্ব প্রতিবেদক : প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই জনগণ আমাকে ভোট দেবে, নির্বাচিত করবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আতিকুল ইসলাম। মঙ্গলবার রাতে ‘কেন জনগণ আপনাকে ভোট দেবে’ এমন প্রশ্নে তিনি একথা বলেন।
সবার সহযোগিতায় আমরা নৌকার বিজয় ছিনিয়ে আনতে পারবো উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় নগরের উন্নয়ন হয়েছে, সেটা আনিস ভাই করেছেন। এই বিষয়টি জনগণ বিবেচনায় নিয়ে আবারও আওয়ামী লীগের প্রার্থীকে অবশ্যই বিজয়ী করবে।’
সবার সহযোগিতা কামনা করে আতিকুল ইসলাম আরও বলেন, ‘জলাবদ্ধতা মুক্ত, যানজট মুক্ত, দূষণমুক্ত নগরী দেখতে সবার ভোট চাই, সহযোগিতা চাই।’
আনিসুল হকের কাজের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আনিসুল হক যেখানে তার কাজ অসমাপ্ত রেখে গেছেন সেখান থেকেই শুরু করবো।’
এর আগে, মঙ্গলবার রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ডের সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে দলীয় মেয়রপ্রার্থী হিসেবে আতিকুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।