ফেনীতে পঁচা মিষ্টি বিক্রি করায় স্টার লাইন সুইটসকে জরিমানা
ফেনী প্রতিনিধি :ফেনীর পাঁছগাছিয়া সড়কে স্টার লাইন কমপ্লেক্সে “স্টার সুইটস” এর দোকানে পঁচা মিষ্টি রাখার অভিযোগে ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান অাদালত।
মঙ্গলবার বিকালে পাঁছগাছিয়া সড়কে বিশেষ অভিযান পরিচালনাকালে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
এ সময় অারো দুটি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়