Ultimate magazine theme for WordPress.

ফেনীতে ভাষা শহীদ সালামের নামে বিদ্যালয়ের নামকরণ

542

ফেনী ব্যুরো :

জেলার দাগনভূঞায় ভাষা শহীদ আবদুস সালামের নামে লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানিয়েছে, দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে সালামের শৈশবের স্মৃতি বিজড়িত দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নের লক্ষনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সালামের নামে নামকরণের অনুমোদন দিয়েছে সরকার। এর আগে ২০১৪ সালে এ গ্রামের নাম লক্ষনপুর থেকে ‘সালামনগর’ করা হয়। এখানে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সালাম গ্রন্থাগার ও জাদুঘর স্থাপন করা হয়েছে। ফেনী জেলা প্রশাসক মো: আমিন উল আহসান গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন শহীদ সালামের নামে বিদ্যালয়টির নামকরণ করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সালামনগর সড়কটি সংস্কারেরও দাবী জানান।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি সালামের নামে বিদ্যালয়ের নামকরণের দাবী করে আসছে।

 

 

আরবিএস/কেএইচপি

Leave A Reply

Your email address will not be published.