ফেনীতে মাদকাসক্তের লাশ উদ্ধার
ফেনী ব্যুরো :
জেলার দাগনভূঞায় এক মাদকাসক্তের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার মোহাম্মদপুর গ্রামের উমেদ আলী মিয়া জামে মসজিদ সংলগ্ন পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত হানিফ চৌকিদারের ছেলে জালাল আহম্মদ (৪৮) ব্যক্তিগত জীবনে মাদকাসক্ত ছিল। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানের কারণে অসাবধানতা বশত: রাতের বেলায় পুকুরে পড়ে যায়। পরদিন সকালে স্থানীয় মুসল্লিরা মসজিদে গিয়ে নিহতের লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।
থানার পরিদর্শক (ওসি) মো. আসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
আরবিএস/কেএইচপি