ফেনীতে শিমুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন
ফেনী প্রতিনিধি :
সিরাজগঞ্জের সাংবাদিক আবদুল হাকিম শিমুলের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করে ফেনী প্রেসক্লাবের একাংশ।
রবিবার সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধনে ক্লাব সভাপতি চ্যানেল আই’র ফেনী প্রতিনিধি রবিউল হক রবির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিটিভি জেলা প্রতিনিধি শওকত মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল করিম মজুমদার, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, সময় টিভি’র ব্যুরো প্রধান বখতেয়ার ইসলাম মুন্না, মাছরাঙ্গা টিভি প্রতিনিধি জমির উদ্দিন বেগ, দৈনিক কালের কন্ঠ’র প্রতিনিধি আসাদুজ্জামান দারা, ডেইলি অবজারভার, ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভুইয়া, কবিতা নিকেতনের সভাপতি কবি ইকবাল চৌধুরী, উদীচী জেলা সভাপতি মোমিনুল হক, ক্রীড়া সংগঠক দীপক চন্দ্র নাথ, দৈনিক স্টার লাইনের নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন, ক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক মাঈনুল ইসলাম রাসেল, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মো. মুহিববুল্লাহ ফরহাদ, তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক দৈনিক সকালের খবর প্রতিনিধি আবদুল্লাহ আল-মামুন, নিউজ ২৪ এর ফেনী প্রতিনিধি নজির আহম্মদ রতন, ফুলগাজী প্রেস ক্লাবের সভাপতি সাহাব উদ্দিন ও সাবেক সভাপতি জহিরুল ইসলাম জাহাঙ্গীর প্রমূখ।
কেএইচপি