ফেনীর দাগনভূঞায় বসতঘরে অগ্নিকান্ড
ফেনী ব্যুরো :
জেলার দাগনভূঞায় ভয়াবহ অগ্নিকান্ডে সিএনজি অটোরিক্সা চালক আলা উদ্দিনের বসতঘরসহ অন্তত ৪ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। গত সোমবার রাতে উপজেলার জায়লস্কর ইউপির চাঁনপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ পরিবার সূত্র জানায়, ওইদিন রাত ৭ টার দিকে হঠাৎ আলা উদ্দিনের রান্না ঘরে অগ্নিকান্ড দেখা দেয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা তীব্র হয়ে বসতঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষণে ঘরে রক্ষিত নগদ টাকা, আসবাবপত্র, মূল্যবান কাগজপত্র সম্পূর্ন ভস্মিভুত হয়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জায়লস্কর ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য মিয়া মাইন উদ্দিন শামীম ঘটনাস্থল পরিদর্শন করে ভিত্তবানদের আলাউদ্দিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।