ফেনীর সীমান্তহাটে মিলবে যৌথ ভাষার মেলা
ফেনী প্রতিনিধি :
২১ ফেব্রুয়ারি জেলার ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী কালী বাজার সীমান্তহাটে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি উদযাপন করবে ভারত। অনুষ্ঠানে দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন। দিবসটি উপলক্ষে সীমান্তে নেয়া হবে বাড়তি নিরাপত্তা। অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষ্যে গত মঙ্গলবার সীমান্তহাটের হল রুমে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় প্রতিনিধিদের মধ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের বাসিন্ধাদের ভাষা বাংলা।
ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, এবছর ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস পালনের মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে।
কেএইচপি