ফেনী সদরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে ৪ শতাধিক আবেদন
ফেনী ব্যুরো :
জেলার সদর উপজেলায় শনিবার শুরু হয়েছে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই প্রক্রিয়া। এতে ওইদিন ৪ শ’ ২৯ জন দুটি ক্যাটাগরিতে আবেদন জমা দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, ফেনী পৌরসভা ও ১২ ইউনিয়নের ফরম জমা দেয়ার জন্য সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার পক্ষে তার উত্তরাধীকারিগন স্বশরীরে উপস্থিত ছিলেন। তালিকাভুক্তির জন্য অনলাইনে ২শ’ ৫০ জন আবেদন করেন। এছাড়া জামুকায় আবেদনকৃত; ভারতীয় তালিকা বা লাল মুক্তিবার্তা ছাড়া ও গেজেটভুক্ত/ তালিকাভুক্ত/ সরকারি চাকুরি গ্রহণের সময় ঘোষনা প্রদানকৃত/সাময়িক সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধাও রয়েছেন। অন্যদিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদপত্র রয়েছে এমন ১শ’ ৭৯ জন আবেদন জমা দিয়েছেন। গত শনিবার বিকাল ৫০ জন আবেদনকারির স্বাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে, চলবে শেষ না হওয়া পর্যন্ত।
আরবিএস/কেএইচপি