লাইফস্টাইল বখাটে রাহুল আটক By Nurnobi Rahman On Sep 4, 2015 681 Share হবিগঞ্জ: জেলা শহরে প্রকাশ্যে স্কুল ছাত্রীকে লাঞ্ছিতকারী বখাটে রুহুল আমিন রাহুলকে আটক করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। শক্রবার (০৪ সেপ্টেম্বর) বেলা ১টায় সদর উপজেলার রীচি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন চৌধুরী। প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে চর-থাপ্পর মেরেছে রুহুল আমিন রাহুল (১৫) নামে এক বখাটে। এদিকে, মেয়েটিকে চর-থাপ্পর মারার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানায়, হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার এতিমখানা সড়কের মোবারক হোসেন নামে এক ব্যক্তির ভাগ্নে রুহুল আমিন রাহুল কিছুদিন আগে প্রেমের প্রস্তাব দিলে মেয়েটি (১৪) তা প্রত্যাখ্যান করে। এতে সাড়া না পেয়ে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (জুনিয়র স্কুল) নবম শ্রেণির ছাত্র রাহুল মেয়েটিকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতো। বিষয়টি জানতে পেরে কিছুদিন আগে মেয়েটির এক নিকটাত্মীয় রাহুলকে চর-থাপ্পর মারেন। এতে ক্ষিপ্ত হয়ে ২৬ আগস্ট বিদ্যালয় ছুটির পর বাসায় যাওয়ার পথে ওই ছাত্রীকে চর-থাপ্পর মারে বখাটে রাহুল। এসময় রাহুল মেয়েটির যে স্বজন তাকে পিটিয়েছেন তার হাত-পা কেটে ছাত্রীটির কাছে পাঠানোর হুমকি দেয়। এদিকে, এ ঘটনার ভিডিও চিত্র ১ সেপ্টেম্বর ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। 681 Share