বগুড়ার হাপুনিয়ায় তরুণ যুব সংঘের শুভ উদ্বোধন
বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের বান দীঘি হাপুনিয়া পাড়ায় তরুণ যুব সংঘ নামে নতুন এক সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে। বিশিষ্ট সমাজ সেবক ও প্রবাসী রবিউল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনাব আব্দুল মতিন সরকার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,”মাদক সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সকলকে সমাজ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। এই প্রত্যয় নিয়ে তরুণ যুব সংঘ তাদের অবস্থান দৃঢ় করবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন বুলবুল, সাবেক ইউপি সদস্য সেকেদার আলী। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য জুয়েল সরকার, মানিক রহমান প্রমুখ।