বগুডা সদরে গোকুল ইউনিয়নে দশ টাকা কেজি চাল বিতরণ
এম এস মাহবুব ষ্টাফ রিপোর্টার সোমবার সারাদিন বগুডা সদরে খাদ্য অধিদপ্তর পরিচালিত হত দরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাল বিতরণ করেন, গোকুল ইউনিয়নে রেজিয়া ট্রেডিং হাউজের প্রোপাইটর ও খাদ্য বান্ধব সমিতি বগুড়া সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডিলার: মোস্তাক আহম্মেদ লিংকন ৫৩২ জনকে,এসময় দায়িত্বপ্রাপ্ত ছিলেন, কৃষি অফিসার মোঃ মোকলেসুর রহমান, ডিলার: আলী আজম ৫১০ জনকে, ডিলার: শাহজাহান আলী ৫১০ জনকে, ডিলার: এম আর বিপ্লব ৫০৫ জনকে, ডিলার: মোঃ ছাইফুল সরকার ৫৩৬ জনকে, ডিলার: শামছুল হক ৫১০ জনকে, ডিলার: আশদুজ্জামান আশরাফুল ৫১০ জনকে,ডিলার: নুর আলম সুইট ৫১০ জনকে, গরিব ও দরিদ্র মানুষদের মাঝে চাল বিতরণ করেন!