বগুড়াবাসী মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করলো
আজ রবিবার সকাল সাড়ে ৮টায় বগুড়া জেলা স্কুল থেকে সরকারি বেসরকারি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।মঙ্গল শোভাযাত্রার নেতৃত্ব দেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ ফয়েজ আহম্মদ। এসময় উপস্থিত ছিলেন প্রশাসন ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।দিনের শুরতেই পান্তা ভাত খাওয়ার মধ্যে দিয়ে বাঙালি বনে যান বগুড়াবাসী। বৈশাখ বরণকে কেন্দ্র করে জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় বগুড়া জিলা স্কুল থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে। একই সময়ে জেলা পরিষদ মিলনায়তনে শিশু একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না জানান, বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় শহীদ টিটু মিলনায়তন চত্বরে রবিরার থেকে পাঁচদিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে তাদের সংগঠন। দিনভর লাঠিখেলা, নাগরদোলা, ঘুরণি খেলা, দেশগাণ, বাউল গাণ, ভাটিয়ালি গানসহ নানা আয়োজন মাতিয়ে তোলে আগতদের। এছাড়া মেলা চলাকালীন সময়ে পাখী খেলা, পুতুল নাচ, মোরগ লড়াইসহ নানা আয়োজন ছিল বৈশাখকে ঘিরে।সকালে এ্যাডওয়ার্ড পার্কে বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বগুড়া জেলা প্রশাসক মোঃ ফয়েজ আহম্মদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মকবুল হোসেনসহ জেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।