বগুড়ার আশোকোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক লক্ষাধিক টাকার গাছ কর্তন
ইমরানুল হক, নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড় সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের আশোকোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক লক্ষাধিক টাকা মূল্যের ৪টি মেহগুণীর গাছ কর্তন করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ ও স্থানীয় একাধিক বিশ্বস্ত সূত্রে জানা যায়, আশোকোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান নিজের খেয়াল খুশিমত বিদ্যালয়ের বিভিন্ন কাজ কর্ম করে থাকেন। এরই ধারাবাহিকতায় গত ২৪ অক্টোবর উক্ত বিদ্যালয়ের খেলার মাঠের দক্ষিণ পার্শ্বে অবস্থিত ৪টি মেহগুণীর গাছ বিদ্যালয়ের রেজুলেশন না করে সরকারি আইনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে উক্ত গাছগুলি কর্তন করেছে। উক্ত ঘটনাটি নিয়ে এলাকার সচেতন মহলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রীয়া। এ ব্যাপারে সোমবার (৪ নভেম্বর) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরামর্শে ওই গাছগুলি কর্তন করা হয়েছে। তিনি আরও জানান, কর্তন করা গাছগুলি’র কাঠ দ্বারা বিদ্যালয়ের ফার্নিচার তৈরি করা হবে। একই ব্যাপারে বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান জানান, গাছ কর্তন করা ব্যাপারে একটা অভিযোগ পেয়েছি। তিনি আরও জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর নিকট গাছ কর্তনের জবাব চাওয়া হয়েছে। সরকারি অনুমতি ছাড়া বিদ্যালয়ের গাছ কর্তন করার ঘটনায় সচেতন মহলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রীয়া।