নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ ১৯ জুন (বুধবার) বিকালে নামুজা ভান্ডারীপাড়া গ্রামে বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক এমপি নুরুল ইসলাম ওমর এর লাঙ্গল মার্কায় ভোট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নামুজা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোজাহার আলী লয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও ভাইস চেয়ারম্যান এইচ.এম ইকবাল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন লাঙ্গল মার্কার প্রার্থী ও সাবেক এমপি ওমর এর পত্নী মোছাঃ কহিনুর রহমান, উপজেলা জাতীয় পার্টির নেত্রী শিল্পী বেগম, নামুজা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সাকিদার, ইউনিয়ন জাতীয় যুবসংহতির সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক মিঠু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আবু সাঈদ সবুজ, সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন, জাতীয় পার্টির নেতা নবাব আলী সহ অনেকে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা আগামী ২৪ জুন উপ-নির্বাচনে মার্কা দেখে নয় উন্নয়ন প্রেমি হয়ে লাঙ্গল মার্কা ভোট দিবেন। ১৯.০৬.২০১৯