বগুড়ার কাহালুতে মা’কে হত্যার দায়ে ফ্রেশ ট্রায়ালে পুত্রের মৃত্যুদ- পূর্নবহাল
বগুড়ার কাহালু উপজেলার বাথই কাজীপাড়ায় নিজ মা রওশনারা বেগমকে হত্যার দায়ে পুত্র রায়হান আলী (৪৫) এর মৃত্যুদ- পুর্নবহাল করেছেন আদালত। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় জেলা বগুড়ার অতিরিক্ত দায়রা জজ-০৩ মো: গোলাম ফারুক উক্ত মৃত্যুদন্ডের আদেশ পুর্নবহালের রায় ঘোষনা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী রায়হান আলী একই গ্রামের আব্দুর রহমান ওরফে বাচ্চু মিয়ার ছেলে।
মামলার প্রসিকিউশন সূত্রে জানা যায, ২০০৯ সালের ২৭ জুলাই সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দন্ডপ্রাপ্ত আসামি রায়হান আলী তার পিতার উপর চড়াও হলে তার মা রওশনারা বেগম এগিয়ে এসে রক্ষা করার চেষ্টা করার সময় দ-প্রাপ্ত আসামি রাযহান আলী তার মায়ের বুক ও পিঠে ছুরিকাঘাত করলে ঘঁনাস্থলে তার মায়ের মৃত্যু হয়। এ ঘটনায় রায়হান আলীর বোন রাবেয়া বেগম বাদী হয়ে কাহালু থানায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০০৯ সালের ৩১ আগস্ট কাহালু থানার তৎকালীন সাব ইন্সপেক্টর (এস আই) শরিফুল ইসলাম উক্ত মামলার একমাত্র আসামি রায়হান আলীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র প্রদান করেন। মামলায় ১৫ জন সাক্ষীর মধ্যে ৯জনের সাক্ষ্য গ্রহন শেষে একই আদালতের বিচারক বিগত ২২ অক্টোবর ২০১০ সালে রায়হান আলীকে দোষী সাব্যস্থ করে মৃত্যুদ- দেন আদালত।
পরবর্তীতে উক্ত হত্যা মামলার আসামি রায়হান মহামান্য হাইকোর্টে আপিল দায়ের করেন। আপিল আদালত শুনানি শেষে রায়টি ফ্রেশ ট্রায়ালের জন্য পুনরায় মামলাটি নিম্ন আদালতে প্রেরণ করেন। ফ্রেশ ট্রায়ালে আবারও সাক্ষ্যগ্রহন শেষে গতকাল রোববার বিজ্ঞ আদালত আসামীর মৃত্যুদ-ের রায়টি পুনর্বহাল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বগুড়ার অতিরিক্ত পিপি অ্যাডভোকেট পদ্ম কুমার দেব, তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট জহুরুল ইসলাম (২)। আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন স্টেট ডিফেন্স অ্যাডভোকেট আনোয়ার হোসেন।