বগুড়ার গাবতলীর কাগইল করুনাকান্ত উচ্চ বিদ্যালয়ে ১০৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।
আতাউর রহমান গাবতলী(বগুড়া) ঃ মঙ্গলবার বগুড়া গাবতলীর কাগইল করুনাকান্ত উচ্চ বিদ্যালয় আয়োজনে ১০৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক ,আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য সাবিনা আকতার লিথির সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সভাপতি ফারুক আহম্মেদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহর আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফি নেওয়াজ খান রবিন। তিনি বলেন, খেলাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিজের যোগ্যতা অর্জন করে দেশকে বিশ্ব দরবারে পরিচিতি বাড়াতে হবে এবং যোগ্য নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হতে হবে। আগামী ১৮ মার্চ গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি সকলের দোয়া ও নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছালাম ভোলন, সাধারন সম্পাদক মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু, যুগ্মসাধারন সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুল,সাধারন সম্পাদক শাহজাহান আলী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাকিউল আলম শাপলা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক আতাউর রহমান, মোস্তাফিজুর রহমান, চঞ্চল রায়, সোলাইমান আলী,শেফালী বেগম,প্রধান শিক্ষক মোবারক মন্ডল, ক্রীড়া শিক্ষক ইমারুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সকল শিক্ষক/ শিক্ষিকা, ছাত্র/ ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ ।