বগুড়ার গোকুল পলাশবাড়ী গ্রামের অসহায় আব্দুল মান্নান বাঁচতে চায়!
এস আই সুমনঃ মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া সদরের গোকুল পলাশবাড়ী দক্ষিনপাড়া গ্রামের গরীব অসহায় আব্দুল মান্নান(৫৫) বাঁচতে চায়।
সে ২ সন্তান সহ অর্ধাহারে অনাহারে দিন যাপন করছেন।
তিনি জানান,সে দীর্ঘদিন যাবৎ ফেরি করে মাখা বিক্রি করে কোনমতে পরিবার পরিজন নিয়ে সংসার চালিয়ে আসছিলেন,
গত ১বছর পূর্বে সড়ক দূর্ঘটনায় আহত হয়ে কোমরে আঘাত প্রাপ্ত হয়ে ও হার্টের সমস্যায় নিজ বাড়িতে অর্ধাহারে অনাহারে দিন যাপন করছেন।তাহার যে টুকু সস্পতি ছিলো সেগুলো বিক্রি করে তার চিকিৎসা চালিয়ে বর্তমানে সে নিঃস্ব। এমতাবস্থায় সে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আকুল আবেদন জানান তার সু-চিকিৎসা ও সন্তানদের নিয়ে বেঁচে থাকতে।
সাহায্যে পাঠানোর ঠিকানাঃ
ইসলামী ব্যাংক,মহাস্থান গড় শাখা,শিবগঞ্জ,বগুড়া।
সঞ্চয়ী হিসাব নং ৯৮৩৩
মোবাইল নং বিকাশঃ ০১৭৭১-৫৯৭৯৮০