Ultimate magazine theme for WordPress.

বগুড়ার ঠেঙ্গামারায় যাত্রীবাহী বাস ও শিবগঞ্জের স্থানীয় সাংসদের গাড়ির মুখোমুখি সংঘর্ষে অল্পের জন্য বেঁচে গেলেন এমপি জিন্নাহ্।

349

 

সড়ক দূর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন বগুড়া-২ শিবগঞ্জ ৩৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্। শুক্রবার বেলা ১১টার দিকে এমপি জিন্নাহ্ তার বগুড়া শহরের কালীতলা বাসা থেকে মহাস্থান হযরত শাহ সুলতান বলখী (রহঃ) এর মাজারে জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বগুড়ার সদরের ঠেঙ্গামারা টিএমএসএস সংস্থার সামনে ঢাকা-রংপুর মহাসড়কে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা শ্যামলী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখী সংঘর্ষে সংসদের গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় অক্ষত অবস্থায় এমপি জিন্নাহ্ কে উদ্ধার করেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ১১টায় জাতীয় পার্টি (জাপা’র) বিরোধীদলীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্ মহাস্থান দিকে যাচ্ছিলেন, এ সময় ঢাকামুখী শ্যামলী পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সংসদের গাড়িটি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ ও সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এবং গাড়ীর চালক ফেরদৌস আলম সামান্য আহত হয়।এদিকে এমপি জিন্নাহ্’র সড়ক দূর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যায়, গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী সহ সঙ্গীয় ফোর্স। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বেপরোয়া বাসটি চিহ্নিত করে তদন্ত সাপেক্ষে চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু জানান, এমপির গাড়িতে সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত শ্যামলী পরিহনকে আটক করে হেফাজতে রাখা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.