বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসারকে শারীরিক ভাবে লাঞ্চিত করেছেন ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব। এ ব্যাপারে প্রধান শিক্ষক গত ২২ অক্টোবর মঙ্গলবার দুপচাঁচিয়া থানায় সাধারণ ডায়রী যাহার নং-৯৫১ করেছেন। ডায়রীতে তিনি উল্লেখ করেছেন যে, বিদ্যালয় কেন্দ্রে চলতি বছরে জেএসসি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি পদাধিকারবলে উপজেলা নির্বাহী অফিসার এবং কেন্দ্র সচিব পদাধিকার বলে প্রধান শিক্ষক কিন্তু ম্যানেজিং কমিটির সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব পরীক্ষার প্রবেশ পত্র বিতরণ ও কেন্দ্র ফি আদায়ের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও প্রধান শিক্ষকের সিদ্ধান্ত ছাড়াই অন্য শিক্ষকদেরকে দায়িত্ব দেন। যা তার অনাধীকার চর্চা। প্রধান শিক্ষক এর প্রতিবাদ করলে তাকে ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। এক পর্যায়ে গত ২১ অক্টোবর সোমবার রাতে ম্যানেজিং কমিটির সদস্য কামরুজ্জামান গোলাপের দ্বারা তাকে সভাপতির কাঁচা বাজার অফিসে ডেকে নেয়। সেখানে তাকে শারীরিক নির্যাতন করা হয় এ সময় তাকে বলা হয় তোর কোন প্রশাসন বাপ আছে তোকে বাঁচাবে। প্রশাসন আমার বাইরে যাবে না এ সব কথা বলার ফাঁকে এক পর্যায়ে তাকে হত্যার হুমকিও দেয়। প্রধান শিক্ষক তার ডায়রীতে উল্লেখ করে সে বর্তমানে চরম নিরাপত্তা হিনতায় ভুগছেন। সে তার ও পরিবারের নিরাপত্তা সহ তাকে মারপিট ও গালিগালাজের ব্যবস্থা গ্রহনেরও দাবি জানিয়েছে।