বগুড়ার নন্দীগ্রাম ইয়াবা ও ওয়ারেন্ট মুলে ৫জন গ্রেফতার
বগুড়ার নন্দীগ্রাম ইয়াবা ও ওয়ারেন্ট মুলে ৫জন আটক
দুর্গম কর্দামাক্ত পথ মুষল ধারে বৃষ্টি চোখে চোখে ঘুম ঘুম ভাব; উষালগ্ন তথাপিক্ত পিছু হঠবার নয়। পেশাগত দায়িত্বের টানে; জি আর ওয়ারেন্ট মুলে ৪জন ও ইয়াবাসহ ১জনকে গ্রেফতার করে নন্দীগ্রাম থানা পুলিশ, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দিনের নির্দেশে এস আই আনিছুর, এ এসআই আকতারুজ্জামান, সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে; ১নং বুড়ইল ইউনিয়নের কহুলি গ্রামের মোঃ ডালিম (৩০) মোঃ সেলিম (৩৪) মোঃ আলিম (৩৭) পিতা মোঃ মোজাফর, মুত তোজাম্মেল হকের পুত্র মোজাফরকে গ্রেফতার করে। অপর দিকে নন্দীগ্রাম পৌর এলাকার মতৃ মাহাফুজুর রহমানের পুত্র মোঃ সাইফুল ইসলাম দুলাল (৩৪) কে ১০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আটক দুলাল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।