বগুড়ার নিশিন্দারা থেকে দুটি পিস্তল দুটি ম্যাগজিন সহ আশিক গ্রেফতার।
বগুড়ার নিশিন্দারা মধ্যপাড়া থেকে দুটি পিস্তল দুটি ম্যাগজিন সহ আশিক গ্রেফতার।
বৃহস্পতিবার রাত নয়টায় বগুড়া পৌরসভার ১৬ নং ওয়ার্ডের নিশিন্দারা মধ্যপাড়া এলাকায় বাড়ী থেকে দুটি পিস্তল দুটি ম্যাগজিন সহ আশিক(২০) নামক যুবক গ্রেফতার। সে ঐ এলাকার নীলু শেখের পুত্র।
পুলিশ সুত্রে জানা যায় বগুড়া সদড় থানার অফিসার ইনচার্জ জনাব এস এম বদিউজ্জামানের নেতৃত্বে সদর থানার একটি চৌকস টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে.অফিসার ইনচার্জ এবং এসআই নূরে আলম , এসআই জিয়া , পিএসআই খোরশেদ সহ ,নীলু শেখের বাড়ীতে অভিযান চালায় এসময় তার ছেলে আশিকের হেফাজত থেকে ৭’৬৫ ক্যালিবারের ২টি পিস্তল ২টি ম্যাগজিন সহ উদ্ধার করে।এলাকাবাসির তথ্য মতে আশিক তার এলাকা ও আশপাশের এলাকার সন্ত্রাসী কর্মকান্ড ছিনতাই সহ বিভিন্ন অপরাধের সাথে জরিত ছিল।এ রিপোট লেখা পর্যন্ত অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে সদর থানা থেকে জানা যায় । বগুড়ার পুলিশ সুপার জনাব আলী আশরাফ ভূঞা বিপিএম স্যার এর নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে জেলা পুলিশ।