বগুড়ার পল্লীতে গভীর রাতে খড়ের পালায় আগুন: সচেতন মহল চিন্তিত
আনোয়ার নামুজা বগুুড়াঃ বগুড়ার পল্লীতে গভীর রাতে খড়ের পালায় আগুন: সচেতন মহল চিন্তিত। বিবরণে প্রকাশ, শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের মোঘলপাড়া গ্রামের মৃত: রমজান আলীর সহোদর দুই ভাই মোঃ শাজাহান ও রফিকুল ইসলামের দুইটি খড়ের পালায় গত ১২ফেব্রুয়ারি দিবাগত গভীর রাতে পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এতে আনুমানিক ১৬ হাজার টাকার খড় পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিক সূত্রে জানা গেছে। উল্লেখ্য যে, একই গ্রামের মৃত: মীরবক্স এর পুত্র আনোয়ার হোসেন ও হযরত আলীর পুত্র হায়দার আলীর খড়ের পালাতেও সম্প্রতি দূর্বৃত্তরা একই ভাবে আগুন দিয়ে পুড়িয়ে ছিল। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি। দূর্বৃত্ত কর্তৃক গভীর রাতে একের পর এক খড়ের পালায় আগুন লাগিয়ে দেওয়ায় সচেতন মহল চিন্তিত।