বগুড়ার পিরবের নকল কষ্টি পাথর ও পয়সা ব্যবসায়ী জহুরুল সহ ৯জন গ্রেফতার
শিবগঞ্জ উপজেলার পিরব ইউপির নড়িয়াল গ্রামের মৃত লবাব আলীর ছেলে জহুরুল ইসলাম দীর্ঘ দিন থেকে নকল কষ্টি পাথর ও নকল পয়সা দিয়ে এলাকার অনেক মানুষের নিকট থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। গত রাতে তারা কুমলিহার গ্রামের সিএনজি ড্রাইভার দিলবর হোসেনের সিএনজি ভাড়া নিয়ে গাবতলী থানা এরিয়ায় প্রবেশ করিলে বগুড়া ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঐ সিন্ডিকেটের ৯ সদস্যকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে । গ্রেফতারকৃতদের মধ্যে জহুরুল ইসলাম সহ পিরব ইউপির সৈয়দপুর গ্রামের মৃত রইছ হাজীর ছেলে সাইদুর রহমান কালাই উপজেলার বামন গ্রামের আব্দুল বাছেদ এর পরিচয় নিশ্চিত হওয়া গেছে।