বগুড়ার পিরব ইউনিয়নে সাড়ে ৪শ’ পরিবারকে খাদ্য সহায়তা করলেন মতিউর রহমান
আঃ রহমান, বগুড়া প্রতিনিধি: ২৯ এপ্রিল (বুধবার) সকাল ১১টার সময় বগুড়া শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু’র অনুপ্রেরণায় মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই শ্লোগানকে বুকে ধারণ করে, দূরত্ব বজায় রেখে দেশব্যাপী নভেল করোনাভাইরাসে সংকটাপন্ন অবস্থায় কর্মহীন হয়ে পড়া সাড়ে ৪শ’ পরিবারকে খাদ্য সহায়তা করলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মতিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক ছাইফুল ইসলাম, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন (বুলু), আলহাজ্ব মনোয়ার হোসেন, মোফাজ্জল হোসেন, তসলিম উদ্দিন, আলহাজ্ব হেলাল উদ্দিন, দানেছ ও টুকু, প্রমূখ।