বগুড়ার বুড়িগঞ্জে সরকারি ইট ছলিং রাস্তা হতে গাছ কর্তন।
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জের পঞ্চদাশ গ্ৰামের জনসাধারণের চলাচলের সরকারি প্রজেক্টের ইট ছলিং করা রাস্তার গাছ কর্তন করার খবর পাওয়া গেছে। জানায়ায় পঞ্চদাশ গ্ৰামের, মৃত অলী প্রামানিকের ছেলে, মোঃ মজিবর রহমান, সরকারি রাস্তার গাছ কর্তন করেন। এব্যাপারে মজিবরের সাথে কথা বললে তিনি বলেন, উক্ত রাস্তার জায়গা আমার ক্রয় করা জায়গা, তার উপর দিয়ে গ্ৰামের জনসাধারণের চলাচলের রাস্তা, সে বলেন উক্ত রাস্তার ইউক্যালিপটার ও তাল গাছ আমার তাই এগুলো কর্তন করেছি বলে জানান, উক্ত গ্ৰামের জনসাধারণের কাছে জানতে চাইলে তারা বলেন , জায়গাটি মজিবর রহমানের হলেও, রাস্তাটি গ্ৰামের জনসাধারণের চলাচলের জন্য সরকারি প্রজেক্টের ইট ছলিং হওয়ায় সাধারণ জনগণ রাস্তাটি সরকারি বলে মন্তব্য করেন, এবং সেই সূত্রে গাছ গুলো সরকারি, এ জন্য গাছ গুলো কর্তন করা সরকারি আইনের পরিপন্থী, হওয়ায় সরজমিনে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়ার জন্য, সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সাধারণ জনগণ।