বগুড়ার বুড়িগঞ্জে অবৈধভাবে ভাবে বালু উত্তোলনে দুই শ্রমিকের মৃত্যু
১৮ জানুয়ারী শুক্রবার দুপুরে বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জ ইউপির দঃ ছাতড়া গ্রামে নাগর নদীতে জনৈক নাসিরউদ্দিনের অবৈধ ভাবে বালু উত্তোলনের কাজে দুই শ্রমিকের মৃত্যু। ২০ ফুট মাটির নিচে এক শ্রমিক পড়ে গেলে তাকে উদ্ধারের জন্য অপর জন গর্তের ভিতরে গিয়ে দু’জনই অসুস্থ হয়ে পড়ে তাদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করলে সেখানে তাদের মৃত্যু হয়। নিহতের গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানাধীন আলমপুর ইউনিয়নের বানিয়াচাপড় একই গ্রামের ১. খায়রুল শেখ পিতা আমজাদ শেখ ২. মোশারফ পিতা মোস্তফা