বগুড়ার বুড়িগঞ্জে গলায় দড়ি দিয়ে দুই সন্তানের জনকের আত্মহত্যা।
গত ২১মে রাতে বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জে বেলভুজা উত্তর পাড়া গ্রামের ইসমাইলের পুত্র দুই সন্তানের জনক মোঃ এরফান আলী প্রামানিক (৪৬)ঘটনার রাতে সবার অগোচরে নিজ শয়ন ঘড়ের বাঁশের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
তবে তার পারিবারিক সৃত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে পেটের ব্যাথায় ভুগছিল।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অপারেশন ওসি হরিদাশ মন্ডল সংবাদ পেলে উক্ত মৃত্যু এরফান আলির লাশ ময়না তদন্ত করার জন্য নিয়ে যায় বলে জানা গেছে।
তবে মৃত্যুর সঠিক কারন জানা যায়নি।