বগুড়ার বুড়িগঞ্জে বিয়ের ৮ মাস পর পরকীয়া প্রেমের দূরন্ত পাশা খেললো এক প্রবাসীর স্ত্রী
আনোয়ার নামুজা বগুড়া থেকেঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জে বিয়ের আটমাস পর পরকীয়া প্রেমের দূরন্ত পাশা খেললো এক প্রবাসীর সুন্দরী স্ত্রী।
জানা যায, বুড়িগঞ্জ ইউনিয়নের রাজারগড়ী পূর্বপাড়া গ্রামের হেলাল উদ্দিন কাজীর পুত্র আইয়ুব আলী কাজী পরকীয়া প্রেমে একই গ্রামের জোব্বার মহরীর পুত্র জয়নাল আবেদীন কুয়েত প্রবাসী রত এর ৮ মাস পূর্বে আনুষ্ঠানিকভাবে বিয়ে করা সুন্দরী স্ত্রী তানিয়া খাতুনকে নিয়ে গত 29 জানুয়ারি দিবাগত রাতে এইক ইউপির পার্শ্ববর্তী খাদইল গ্রামে পিতা হেলাল উদ্দিনের বাড়ী থেকে রাতে উধাও হয়ে যায়। স্ত্রীর সুখের জন্য স্বামী জয়নাল আবেদীন পাড়ি জমায় মধ্যপ্রাচ্যে। কঠোর পরিশ্রম করে বিভিন্ন সময়ে পাঠানো তানিয়ার নামে প্রায় লক্ষাধিক টাকা ও বিয়ের সময়ে দেওয়া স্বর্ণ। সেই টাকার সদ্ব্যবহার করে সুকৌশলে। স্বামীর সরলতা আর অনুপস্থিতির সুযোগ নিয়ে শারীরিক চাহিদা মেটাতে প্রেমের বেপরোয়া সুতোর অদৃশ্য টানে অভিসার গড়ে বিয়ের পূর্ব প্রেমিক আয়ুইব কাজীর সঙ্গে। বিশ্বস্থ সূত্রে জানা যায়, আয়ুইব কাজী একই উপজেলার মোকামতলা এলাকায় তাছলিমা খাতুন নামের বিয়ে করা নারীকে পিতার বাড়ী রেখে পরকীয়া প্রেমে উধাও হয়। এদিকে আয়ুইব কাজীর প্রথম স্ত্রী তাছলিমা বাদী হয়ে শিবগঞ্জ থানায় তার স্বামীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে থানা পুলিশ আয়ুইব কাজীর ঘটনা তদন্ত করছে। এ ব্যপারে সরেজমিনে ৮ ফেব্রুয়ারি প্রবাসী জয়নাল আবেদীনের বাড়ীতে গিয়ে বড়ভাই এর স্ত্রী তাছলিমার নিকট জানতে চাওয়া হলে, তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। স্থানীয় ইউপি সদস্য মোফাজ্জল হোসেন জানান, উধাও হওযার ঘটনাটি তিনি শুনেছেন। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি এবং তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। এই হীন কাজের জন্য এলাকায় সমালোচনার ঝড় ওঠেছে।