Ultimate magazine theme for WordPress.

বগুড়ার বুড়িগঞ্জে মাঠে ঘাস সংগ্রহ করতে গিয়ে মৃগী রোগে একজন নিহত

111
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জে মাঠে গরুর ঘাস সংগ্রহ করতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় একধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বুড়িগঞ্জ ইউপির উত্তর ছাতড়া গ্রামের মৃত আব্বাস আকন্দের পুত্র ইউছুব আলী আকন্দ (৫৫) গতকাল সোমবার (৫অক্টোবর) সকালে প্রতিদিনের ন্যায় মাঠে গরুর ঘাস সংগ্রহ করতে যায়।
সে যথাসময়ে বাড়ীতে না আসায় তাকে বাড়ীর লোকজন মাঠে ধানের জমিতে খোঁজা-খুঁজি করতে যায়। খোঁজা-খুঁজির এক পর্যায়ে ইউছুবকে মৃত্যু অবস্থায় মাঠে ধানের জমিতে পড়ে থাকতে দেখা যায়। পরিবারের লোকজন জানান, মৃত্যু ইউছুব আলীর পূর্বে থেকেই মৃগী রোগ ছিল, তারা ধারণা করছে মৃগী রোগে খিঁচুনি উঠে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।
প্রতিবেদক
আনোয়ার হোসেন নামুজা, বগুড়া।
০৫ অক্টেবর ২০২০

 

Leave A Reply

Your email address will not be published.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com