Ultimate magazine theme for WordPress.

বগুড়ার বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রবেশ মুখে ময়লা আবর্জনার স্তূপ

435

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউপির বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রবেশ মুখে ময়লা আবর্জনার স্তূপ বিদ্যালয়টি স্বাধীনতার যুদ্ধের পরপরই স্হাপিত-১৯৭২ সালে। সুনামধন্য এ বিদ্যাপীঠ ছাড়াও এখানে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। বিদ্যালয়ের নিকটবর্তী ব্যবসা বানিজ্য নির্ভর এই এলাকায় বুড়িগঞ্জ (বিলহামলা হাট) বাজারটি অবস্থিত। প্রতি সোম ও শুক্রবার আশেপাশের কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষের সমাগম ঘটে এ হাট -বাজার ঘিরে। কোটি টাকা রাজস্ব আদায়ের এ হাট-বাজারটির জায়গা সংকট এই এলাকার মানুষের একটি বড় সমস্যা। এছাড়া ইজারাদার / হাট পরিচালনা কর্তৃপক্ষের উদাসীনতায় যেখানে সেখানে আবর্জনার স্তূপ পানি নিস্কাশনের ড্রেনেজ ব্যবস্থা থাকলেও নেই পরিস্কারের ব্যবস্থা। ব্যবসা সফল এই হাট- বাজারের জায়গা সংকটের কারণে শিক্ষার্থীসহ স্হানীয়দের খেলাধুলা ও বিনোদনের পথ অনেকাংশেই বাঁধাগ্রস্থ। প্রতিদিন প্রায় ৭০০ শতাধিক ছাত্রছাত্রী ও শিক্ষকমন্ডলী এই বিদ্যালয়ের প্রবেশ পথে যাতায়াত করেন। সচেতন মহল উক্ত আবর্জনা ও বিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখার জন্য হাট- বাজার ইজাদার কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।০৬.০১.২০১৯

Leave A Reply

Your email address will not be published.