বগুড়ার মহাস্থানে চুল দিয়ে গাড়ি টেনে দর্শক মাতালেন কামাল।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড়ের কলেজ মাঠে ভ্রাম্যমাণ সার্কাস প্রদর্শনকারী সেতাবগঞ্জের কামাল ব্যতিক্রম সার্কাস নিজের মাথার চুল দিয়ে গাড়ি টেনে দর্শক মাতালেন। শুক্রবার বিকাল ৪টায় হাজারো মানুষের মাঝে অংশগ্রহণে এই সার্কাস প্রাণবন্ত হয়ে উঠে।শেষে সেখানে এক মনোজ্ঞ সাইকেল খেলা, কলস খেলা, কাঁচের স্টিক লাইট বুক দিয়ে ভেঙে চিবিয়ে খাওয়া, আগুন মুখ দিয়ে খাওয়া সহ তার ব্যতিক্রমী প্রতিভা প্রদর্শন করেন। এর মধ্যে নিজের মাথার চুলে রশি বেঁধে গাড়ি টানা, প্রদর্শনসহ প্রায় অর্ধশতাধিক কলাকৌশল প্রদর্শন করে দর্শকদের আনন্দ দিয়ে মাতিয়ে তোলেন কামাল নামের এই প্রদর্শক। তবে এ ধরনের জিবন মরণ সন্ধিক্ষণ সার্কাস খেলা দেখানোর জন্য তিনি দর্শকদের কাছ থেকে কোন টিকিট বা ফি বাধ্যতামূলক আরোপ করেননি। তার খেলায় মুগ্ধ হয়ে অনেকেই খুশি হয়ে যে যার মতো টাকা উপহার দিয়েছেন।