বগুড়ার মহাস্থান যাদুঘরের কলা বাগান থেকে মিনির গলাকাটা জীবন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় যাদুঘরের পাশে করোতয়া নদী ধারে কলা বাগান থেকে আজ বুধবার সকালে রায়নগর ইউনিয়নের কুড়ি পাড়া গ্রামের মৃত মজিবরের মেয়ে মিনি নামে গলাকাটা জীবন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়েছে শিবগঞ্জ থানা পুলিশ।
এই ঘটনার সুষ্ঠু তদন্ত হলেই অপর অজ্ঞাত দুই নারীর লাশ সনাক্ত করতে সহজ হবে বগুড়া প্রশাসনের।