Ultimate magazine theme for WordPress.

বগুড়ার মহিষাবান হাফিজিয়া মাদ্রাসা পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ

603

 

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর মহিষাবান দারুল উলুম কওমী হাফিজিয়া মাদ্রাসা’র পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলার অভিযোগ করা হয়েছে। প্রতি হিংসামূলক কে বা কাহারা গত বৃহস্পতিবার এই অমানবিক কাজটি করেছে। ফলে ধর্মপ্রাণ মোসলমান ও এলাকাবাসির মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ খতিয়ে দেখে যথাযথভাবে ব্যবস্থা নেয়ার জোর দাবী করেছেন সচেতন মহল। জানা গেছে, সারা বিশে^র ন্যায় বাংলাদেশও করোনা ভাইরাস এর সংক্রমন হওয়ায় সরকার কর্তৃক দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেন। এর ধারাবাহিকতায় মহিষাবান দারুল উলুম কওমী হাফিজিয়া মাদ্রাসাও বন্ধ থাকার সুযোগে দুর্বৃত্তরা মাদ্রাসা’র পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলে ব্যাপক ক্ষতি সাধন করে। ওই মাদ্রাসার নিয়োমিত ছাত্র ছাড়াও এতিম ছাত্ররা পুকুরে চাষ করা মাছ গুলো মাঝে মধ্যে ধরে তাঁরা মাদ্রাসায় রান্না করে খেত। এর থেকে এতিমদের বঞ্চিত করলো দুর্বৃত্ত ও পাষন্ড ব্যক্তিরা। এ বিষয়ে মাদ্রাসার সভাপিত স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আমিনুল ইসলাম ও মাদ্রাসার মোহতামিম আরিফুল ইসলাম এর সাথে কথা বললে তাঁরা জানান, প্রতি হিংসামূলক কে বা কাহারা অমানবিক কাজটি করে মাদ্রাসার ছাত্র ও এতিমদের ব্যাপক ক্ষতি করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.