বগুড়ার মাঝিহট্টে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক জনের কারাদন্ড
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে মাঝিহট্টে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক জনের কারাদন্ড। জানা যায়, গত ১৪ জুন শিবগঞ্জ থানার এসআই আলহাজ এর নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার মাঝিহট্ট ইউপির শৌলা নায়ায়নপুর গ্রামের ইজার উদ্দিনের পুত্র শফিকুল ইসলাম (৪৩) কে গ্রামের পার্শ্বে নাগর নদী সংলগ্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক করে। আটককৃত শফিকুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে, আদালত এক মাসের কারাদন্ড প্রদান করেন। উল্লেখ্য দীর্ঘ দিন যাবৎ শফিকুল ইসলাম, জামিদুল ইসলাম ওরফে দুদু ও জামিরুলের নেতৃত্বে একটি সংঘবদ্ধদল অশুভ শক্তির ছাঁয়ায় অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিল।