বগুড়ার মোকামতলায় এক হাজার পিস প্যাথেডিন সহ ১ মাদক ব্যবসায়ী আটক
বগুড়া (১৩নভেম্বর)বগুড়ার শিবগঞ্জ মোকামতলায় পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে গত রাতে ১২ টা ২০ মিনিটে এসআই শামীম আক্তার সহ সঙ্গীয় ফোর্স রংপুর থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাস তল্লাশী করে এক হাজার পিস নেশাজাতীয় প্যাথেডিন ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছেন। আটককৃত মাদক ব্যবসায়ী রংপুর পীরগঞ্জ জেলার ভেন্ডাবাড়ী গ্রামের আতাউর রহমানের পুত্র শাহিনুর ইসলাম (২০) বলে জানিয়েছেন পুলিশ। তার বিরুদ্ধে মাদকের মামলা দায়ের করা হয়েছে।