বগুড়ার মোকামতলায় ২০০ বোতল ফেন্সিডিলসহ রহিমা বেগম গ্রেফতার
বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় ২০০ বোতল ফেন্সিডিলসহ রহিমা বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ সেপ্টেম্বর) অনুমান রাত ১ টায় মোকামতলা পুরাতন পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। জানা যায়, শনিবার রাত ১ টার দিকে পঞ্চগড় থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে উক্ত পরিমান ফেন্সিডিলসহ ঐ নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত রহিমা দিনাজপুর পার্বতীপুর থানার ডন্ডপানি গ্রামের বাবলু মিয়ার স্ত্রী বলে জানা গেছে । মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মিজানুর রহমান বলেন, পুলিশ সুপার বগুড়া মহোদয়ের নির্দেশে চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।