বগুড়ার রামশহর ত্রিমোহনী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পানি জমে থাকায় নিজস্ব তহবিল থেকে মাটি দিয়ে ভরাট করে দিলেন সমাজ সেবক তুহিন খান।
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সদরের গোকুল ইউনিয়নের রামশহর ত্রিমোহনী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পানি জমে থাকায় নিজস্ব তহবিল থেকে বিদ্যালয় মাঠে মাটি ও বালি দিয়ে ভরাট করে দিয়ে ডেঙ্গু প্রতিরোধে সহযোগিতাা করলেন বগুড়া কালিতলা উন্নয়ন শ্রমজীবি সমবায় সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রামশহর পূর্বপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মেহেদী হাসান তুহিন খান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আবে জমজম জানান,বিদ্যালয়ের মাঠে বৃস্টির কারনে পানি জমে থাকায় কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখায বিঘ্ন ঘটছে এবং ময়লা পানিতে মশা মাছিতে ডেঙ্গু ছড়াতে পারে বিষয়টি তিনি সমাজ সেবক তুহিন খানকে অবহিত করলে তিনি গতকাল সোমবার নিজের স্বেচ্ছাশ্রমে নিজস্ব তহবিল থেকে বিদ্যালয় মাঠে মাটি ও বালু দিয়ে ভরাট করে দেন ও ডেঙ্গু প্রতিরোধে সহযোগিতা করেন, নিজর স্বেচ্ছাশ্রমে তাহার ব্যক্তিগত পক্ষ থেকে এমন সুন্দর একটি কাজ করায় তাহাকে বিদ্যালয়ের শিক্ষক /শিক্ষীকা মন্ডলী ও অভিভাবকদের পক্ষ থেকে অভিনন্দন জানান। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক মন্ডলী সহ অভিভাবক বৃন্দ।