বগুড়ার শাজাহানপুরে বায়তুত তাকওয়া করতোয়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন
বগুড়ার শাজাহানপুরে বায়তুত তাকওয়া করতোয়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে শাজাহানপুরের চকলোকমান নতুন পাড়া অত্র মসজিদ কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য-৪২, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাবলু। অত্র মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু, মসজিদ কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ, যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মোঃ জিলাল উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ সহিদুল আলম (পাইলট), সৈয়দ শামসুল তাবরেজ দেওয়ান সহ প্রমূখ। উদ্বোধন শেষে দেশ জাতির কল্যান কামনা করে ও অত্র মসজিদের উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি দেলোয়ার হোসেন। উল্লেখ্য ৭ শতাংশ জায়গার উপর উক্ত মসজিদটি নির্মান করা হবে এবং দাতা সদস্যরা হলেন, মসজিদ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, রব্বানী মোল্লা ও মহরম আলী।