বগুড়ার শিবগঞ্জের কিচকে চলাচলের রাস্তা বন্ধ হওয়ায় বাড়ী হতে বের হওয়ার সময় মুক্তিযোদ্ধার স্ত্রীর পা ভেঙ্গে গেছে। পরিবারের সদস্যদের পথ চলাচলে চরম দুর্ভোগ। প্রশাসনের সহযোগিতা কামনা।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচকে বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন এর পরিবারের যাতায়াতের পথ বেশ কিছুদিন ধরে ইটের প্রাচীর দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। প্রাচীর টপকে পার হতে গিয়ে ওই মুক্তিযোদ্ধার স্ত্রী আমেনা খাতুনের পা ভেঙ্গে গেছে। চরম দূর্ভোগের শিকার এ পরিবার পরিত্রাণ পেতে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোন সুরাহা হয়নি।ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। ভুক্তভোগী পরিবারের লোকজন জানান, মোফাজ্জল হোসেন পাকিস্তান আমলে সেনা বাহিনীতে চাকুরী করতেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তানের চাকুরী ছেড়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। উপজেলার কিচক বাস ষ্ট্যান্ডের পশ্চিম উত্তর পাশে মৃত ফজের আলী প্রাং এর পুত্র বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন (৭৫) প্রায় ৩০ বছর পুর্বে ৩৬ শতাংশ জমি ক্রয় করে ১২ শতাংশ জমিতে বাড়ী ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। তার বাড়ী থেকে দক্ষিণ দিকে পাকা রাস্তায় বাহিরে আসার একমাত্র পথটি পাশের জমির মালিক মাহবুব চৌধুরী সম্প্রতি ইটের প্রাচীর দিয়ে বন্ধ করে দেন। মোফাজ্জল হোসেনের কোন পুত্র সন্তান নেই ৫ জন কন্যা সন্তান রয়েছে। গত ৪ নভেম্বর মুক্তিযোদ্ধার স্ত্রী আমেনা প্রাচির পার হওয়ার সময় পা ভেঙ্গে যায়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন। এ পরিবাররের যাতায়াতের একমাত্র পায়ে চলাচলের রাস্তাটি বন্ধ হওয়ায় তার গোটা পরিবার জিম্মি দশায় পড়েছে। পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালেও নেওয়া যাবে না। এব্যাপারে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজুর সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি আমি সরেজমিনে তদন্ত করেছি। সমস্যাটি দ্রুত সমাধান করা হবে। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপের মাধ্যমে অসহায় ও অসুস্থ পরিবারের একমাত্র পায়ে চলাচলের পথটি উন্মুক্ত করার জন্য তারা সকলের সহযোগীতা কামনা করেছেন।