বগুড়ার শিবগঞ্জের পঞ্চদাশ গ্রামে সরকারী ইট সলিং করা রাস্তায় চলাচলে বাধা প্রদান করছে প্রভাবশালী ব্যাক্তি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাশ ফকিরপাড়া গ্রামের মৃতঃ কামেজ উদ্দিনের পুত্র মোঃকাবিল উদ্দিন ফকিরের বাড়ীর পূর্ব পাশ দিয়ে সরকারী ইট সলিং করা রাস্তা দিয়ে দীর্ঘদিন যাবৎ ফকিরপাড়া গ্রামবাসী চলাচল করে আসছে।
উক্ত রাস্তাটি দিয়ে গ্রামের মানুষ যেন চলাচল করতে না পারে সেজন্য এই ইট সলিং করা রাস্তাটি সরাসরি বন্ধ না করে কৌশলে তার ঘরের সীমানা ঘেষে ইটের সলিং করা রাস্তার উপর মাটি দিয়ে মানুষ ও কৃষিকাজে ব্যবহৃত ভ্যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে এই গ্রামের প্রভাবশালী মোঃ কাবিল উদ্দিন ফকির।যার ফলে গ্রামের বেশ কিছু পরিবারের মানুষ জন উক্ত রাস্তা দিয়ে চলাচলে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃইলিয়াস আলীর নিকট জানতে চাওয়া হলে তিনি জানান এই সমস্ত ঝামেলার মধ্যে আমি নাই।
এছাড়াও অভিযুক্ত প্রভাবশালী কাবিল উদ্দিন ফকিরের সাথে কথা বললে তিনি জানান যে, সরকারি সলিং করা যে ইট আছে প্রয়োজন হলে সেই ইট আমি তুলে দিবো।
উক্ত বিষয়টি নিয়ে পঞ্চদাস ফকিরপাড়া গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে, যে কোন মুহূর্তে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
তাই বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন ভুক্তভোগী গ্রামবাসীরা।