বগুড়ার শিবগঞ্জের মাঝিহট্টে কলেজ ছাত্রের হাত ধরে কলেজ ছাত্রি উধাও
আতাউর রহমান (বগুড়া) জেলা প্রতিনিধিঃ ৩ মে রবিবার রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের মোড়াইল গ্রামে কলেজ ছাত্র ছাত্রি উধাও সংবাদ পাওয়া গেছে।
জানা গেছে মাঝিহট্ট ইউপির মোড়াইল গ্রামের প্রবাসী মোহাম্মদ আলী কলেজ পড়ুয়া ছেলে মোঃ রেজওয়ানের (২১) সাথে একই গ্রামের প্রবাসী আক্কাছ আলি কলেজ পড়ুয়া মেয়ে মোছাঃ শর্মিলা সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে গত ৩০ এপ্রিল রাতে তারা ঘর বাধার উদ্দেশ্যে বাড়ি থেকে উধাও হয়ে যায়। পরদিন সকালে ঘটনাটি এলাকায় জানাজানি হলে শর্মিলা পরিবারের লোকজন শর্মিলাকে উদ্ধারের জন্য রেজয়ানের পরিবারের লোকজনের উপর চাপ প্রয়োগ করলে।রেজওয়ান পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর শর্মিলা কে উদ্ধার করে তার পরিবারের জিম্মায় দিয়ে দেয়। দুদিন যেতে না যেতেই গত ৩ মে রাতে পুনরায় শর্মিলা রেজওয়ানের বাড়িতে এসে রেজওয়ান ডেকে তুলে ঘর বাঁধার উদ্দেশ্যে রেজওয়ান কে নিয়ে শর্মিলা উধাও হয়ে যায়। উধাও এর ঘটনাকে কেন্দ্র করে শর্মিলার পরিবারের লোকজন ৪ মে সকালে রেজওয়ান পরিবারকে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে।উক্ত ঘটনাটি এলাকায় দারুণ চাঞ্চল্যকর সৃষ্টি করেছে।