বগুড়ার শিবগঞ্জে একটি গরুর দর উঠছে ১৩ লক্ষ টাকা
স্টাফ রিপোর্টার: শখের বসে প্রায় ১৩ লক্ষ টাকা মূল্যের হাতির মত গরু পুষে সফল হয়েছেন কৃষক আঃ মমিন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক সাতয়ানা গ্রামের ইলিয়াছ আলী আকন্দের ছেলে মোঃ মমিন এর মনে সাদ জাগে যে সে মনের মত একটি গরু পুষবেন যা সবার নজরে পড়বে। এমন স্বপ্ন নিয়ে তিনি অষ্ট্রলিয়ান ১টি ভাল উন্নত জাতের গরু কিনে খুব যত্ন সহকারে পালন করতে থাকেন। চাষী মমিনের মনের আশা আল্লাহ তালা পুরুন করেছেন। মাত্র ২ বছর পালন করার পর গরুটি প্রকান্ড হাতির মত হয়েছে। বর্তমানে গরুটির দৈর্ঘ ১১/১২ ফুট, প্রস্থ ৭/৮ ফুট, স্থানীয় গরু চিকিৎসক সব কিছু মেপে ২৪/২৫ মন গোস্ত হতে পারে বলে ধারনা দিয়েছেন। এ বিষয়ে গরুর মালিক মমিন বলেছেন আমি খুব শখ করে গরুটি পুষেছি। গরুটি আমি বিক্রি করার জন্য চেষ্টা করছি। আমার চাওয়া দাম ১৫ লক্ষ টাকা, তবে ১১ লক্ষ টাকার উর্ধে হলে ০১৭২৮২৪৭৬৩৫নম্বরে যোগাযোগ করে আমার সাথে কথা বলে যে কেউ গরুটি কিনতে পারবেন। এই প্রকন্ড অস্ট্রলিয়ান গরুটি দেখার জন্য প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ ভীড় জমিয়ে তুলছে। এলাকাবাসী বলছেন চাষী মমিন এর মত একটি গরু পালন করতে পারলেই স্বাবলম্বী হওয়া সম্ভব।