স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জের গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান। জানা যায:- বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। তৎপর থেকে অত্র এলাকার কোমলমতি শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। অত্র বিদ্যালয়টি ছয় কক্ষ বিশিষ্ট একটি ভবন রয়েছে। বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা ৭ জন ও শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২ শত ৬৩ জন । বিদ্যালয়ে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ১ম শ্রেণির শিক্ষার্থীদের কে খোলা আকাশের নিচে পাঠদান করতে হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায় রোদে মধ্যে কোমলমতি শিশুরা কষ্ট করে পাঠদান করছে। এব্যাপারে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নাছিমা আক্তার এর সাথে কথা বলা হলে তিনি বলেন, ১ম শ্রেণিতে ৪০ জন শিক্ষার্থী নিয়মিত অধ্যয়ন করছে। বিদ্যালয়টি এক শিফ্ট হওয়ায় এবং বিদ্যালয়ের শ্রেণি কক্ষ না থাকায় শিক্ষার্থীদের খোলা আকাশের নিচেই পাঠদান করাতে হচ্ছে। তিনি আরো বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ এভাবে কষ্ট করে রোদ ও বৃষ্টির মধ্যে বিভিন্ন ভাবে শিক্ষার্থীদের কে পাঠদান করে আসছি। তবে আমরা শিক্ষকগণ নিজ উদ্যোগে ১ম শ্রেণির শিক্ষার্থীদের রোদ বৃষ্টি থেকে রক্ষার করার জন্য টিনের ছাউনী দিয়েছি। এ বিষয়টি প্রশাসনের নজর দেওয়া বলে সচেতন মহল মনে করছে।