বগুড়ার শিবগঞ্জে গৃহ- নির্মাণের দ্বি-বাষিক নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত।
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: আজ শুক্রবার বগুড়ার শিবগঞ্জ গৃহ-নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদ এর সাধারণ সম্পাদক পদে দ্বি-বাষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটা ভোটারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। বিকালে ভোটগণনা শেষে মোঃ সাইফুল ইসলাম চেয়ারম্যান প্রতীকে ২শত ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামাল উদ্দিন ভোট পেয়েছেন ২ শত ১৮ ভোট । ভোটের ফলাফল ঘোষণা করেন প্রি-জাইডিং অফিসার নির্বাচন পরিচালনার কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আমিরুল ইসলাম আমির। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা গৃহ নির্মাণ এর প্রধান উপদেষ্টা কামরুল হাসান রিপু, সভাপতি আমলগীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সহ-সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পুটু সরকার, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছে সভাপতি বেলাল হোসেন প্রমুখ।