বগুড়ার শিবগঞ্জে চেয়ারম্যান কে হুমকি দেওয়ায় যুবক গ্রেফতার।
জিএম মিজানঃ বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ৫জন কে গ্রেফতার করেছে। গত শনিবার রাতে বিহার ইউপি চেয়ারম্যান মোঃ মহিদুল ইসলাম কে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগে বিহার বাগিচা পাড়া গ্রামের আফজাল হোসেন এর ছেলে শিমুল (৩০) কে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করেছে।এ সময় থানা পুলিশ তার কাছে থাকা ১টি চাপাতি,২টি ছুরি ,১টি চাইনিজ কুড়াল ও ২টি হাসুয়া উদ্ধার করে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম বলেন, বিহার বাজারে চা পান করার সময় ওই যুবক আমাকে প্রাণ নাশের হুমকি প্রদান করে। থানা পুলিশ কে বিষয়টি অবগত করলে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।