বগুড়ার শিবগঞ্জে ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ প্রশিক্ষণ কর্মশালা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গতকাল শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিস আয়োজিত পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র বগুড়া জেলা নির্বাচন অফিসার মোঃ মাহবুব আলম শাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া সদরের উপজেলা নির্বাচন কর্মকর্তা এ.এস.এম জাকির হোসেন, শাহজাহানপুর উপজেলার নির্বাচন অফিসার মোছাঃ সাবিনা ইয়াছমিন, কাহালু উপজেলা নির্বাচন অফিসার মোঃ আঃ রশিদ, শিবগঞ্জ উপজেলার নির্বাচন অফিসার মোঃ আনিছুর রহমান সহ প্রমুখ। এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, শিবগঞ্জ উপজেলায় ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ-২০১৯ ইং শুরু হয়েছে। যাদের জন্ম ০১ জানুয়ারি, ২০০৪ বা তার পূর্বে তারা এ কার্যক্রমে অন্তর্ভূক্ত হতে পারবেন। মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকা হতে বাদ দেওয়া হবে। আবাসস্থল পরিবর্তনের জন্য ভোটার স্থানান্তর করা যাবে বলে তিনি উল্লেখ করেছেন।