বগুড়ার শিবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃবধূকে মারপিট,শ্লীলতাহানি মামলার প্রস্তুতি
বগুড়ার শিবগঞ্জে কৃষ্ণপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধু কে মারপিট শ্লীলতাহানি হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ প্রস্তুতি। জানা গেছে, বুধবার বিকালে শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের নূর আলম এর স্ত্রী তাছলিমা বেগম (৩৫) প্রতিদিনের ন্যায় বাড়ির পার্শ্বে পরিষ্কার করতে গেলে প্রতিবেশী জাহাঙ্গীর এর স্ত্রী মোর্শেদা বেগম বাঁধা দেয়। এর একপর্যায়ে ২ জনের মধ্যে বাক বিতন্ডতা সৃষ্টি হয়। এক পর্যায়ে মোর্শেদা তার দেবর মজিরপুত্র আমিরুল ও হামিদ কে ডেকে নিয়ে এসে তাছিলমা বেধরক মারপিট করে। এসময় আমিরুল তাছলিমার স্পর্শকাতর স্থানে কামড় দেয়। তাছলিমা কে দ্রুত উদ্ধার করে স্থানীয়রা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্স এ ভর্তি করে দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাছলিমার স্বামী নূর আলম শিবগঞ্জ থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।