বগুড়ার শিবগঞ্জে পাথর বোঝাই ট্রাকে তল্লাশী করে ১৩ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ রবিবার গভীর রাতে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া-রংপুর মহা সড়কের উপজেলার রহবল বাজারে পাথর বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ১৩ কেজি গাঁজা সহ ট্রাক চালক ও হেল্পার কে গ্রেফতার করে।
জানা গেছে, ঢাকা-মেট্রো-ট-১৬-২৭৭ নম্বর ট্রাকটি বুড়িমারি থেকে পাথর বোঝাই করে বগুড়া যাওয়ার পথে পুলিশের সন্দেহ হলে উক্ত ট্রাক থামিয়ে তল্লাশি করে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ট্রাক চালক সাদ্দাম হোসেন (৪৮), হেল্পার মামুনর রশিদ (৩৮) কে গ্রেফতার করে। পাথর বোঝাইকৃত ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।